Best CCTV Camera Service Provider in Barisal | Camera Installation, Setup & Support

Are you searching for a trusted CCTV Camera Service Provider in Barisal? A prominent software firm named  Next Barisal is present here to help with professional CCTV installation and maintenance services. We provide different types of camera like bullet and dome camera, IP, and Wi-Fi camera as your demand. 

সিসিটিভি ক্যামেরা সেটআপ সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর :-

০১. আপনারা কি বরিশাল শহরের যেকোনো জায়গায় সিসিটিভি ইনস্টলেশন সার্ভিস দেন?
হ্যাঁ, আমরা পুরো বরিশাল শহর জেলা ও বিভাগে  সিসিটিভি ইনস্টলেশন সার্ভিস প্রদান করি। 

০২. আপনারা কোন কোন ব্র্যান্ডের সিসিটিভি ক্যামেরা সরবরাহ করেন?
আমরা হিকভিশন (Hikvision), দাহুয়া (Dahua), ইউনিভিউ (UNV) এবং অন্যান্য শীর্ষমানের ব্র্যান্ডের ১০০% অরিজিনাল সিসিটিভি সরবরাহ করি।

০৩. বরিশালে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন খরচ কত?
ইনস্টলেশন খরচ নির্ভর করে কতটি ক্যামেরা, কেবলের দৈর্ঘ্য এবং ক্যামেরার ধরনের উপর
সাধারণত প্রতি ক্যামেরায় ইনস্টলেশন চার্জ  ৫০০–৭০০ টাকা ।

০৪. ইনস্টলেশন শেষে কি আপনারা সাপোর্ট ও মেইনটেন্যান্স প্রদান করেন?
অবশ্যই! আমরা ইনস্টলেশন শেষে পূর্ণ সাপোর্ট, সার্ভিসিং, মেইনটেন্যান্স এবং যেকোনো ধরনের টেকনিক্যাল সমস্যা সমাধান করে থাকি।

০৫. আমি কি মোবাইল ফোনে আমার সিসিটিভি ক্যামেরা দেখতে পারবো?
অবশ্যই! সব IP , DVR , XVR , NVR  ও ওয়াই-ফাই ক্যামেরা মোবাইল অ্যাপের মাধ্যমে লাইভ দেখা যায়। যেমন: Hik-Connect, XMeye, EZView, Dahua DMSS ইত্যাদি।

০৬. সিসিটিভি পণ্যে কি ওয়ারেন্টি দেন?
হ্যাঁ, সব ক্যামেরা ও ডিভাইসে ১–২ বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকে (ব্র্যান্ডভেদে ভিন্ন হতে পারে)।