Outsourcing

আউটসোর্সিং / ফ্রিল্যান্সিং

আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং কি ?

অল্প কথায় বলতে গেলে বিভিন্ন সময় ব্যক্তি বা প্রতিষ্ঠান কাজের ব্যস্থতা, ওভারলোড, অদক্ষতা কিংবা মিডিয়া হিসেবে কাজ নিয়ে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে করিয়ে নেয়। এটি হল আউটসোর্সিং। আর যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান চুক্তির ভিত্তিতে এ কাজগুলো বাস্তবায়ন করে তবে সেটি ফ্রিল্যান্সিং।

কিভাবে শুরু করা যায় ?

সত্যি বলতে কম্পিউটার রিলেটেড যেকোন একটি কাজ ভালোভাবে জানা থাকলেই আপনি অনলাইন থেকে আয়ের জন্য প্রস্তুত। যেমন ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, টুডি থ্রিডি অ্যানিমেশন ইত্যাদি। পরামর্শ হল আপনার যদি এর কোন একটি কাজ থাকে তবে সেটি ভালোভাবে শিখুন এবং অনলাইন থেকে আয়ের জন্য চেষ্টা শুরু করুন।

 কোথায় কাজ পাওয়া যায়?

বিভিন্ন ধরনের কাজের ওপরে বিভিন্ন মার্কেটপ্লেস এ ভিন্ন ভিন্ন পদ্ধতিতে কাজ হয়ে থাকে। বিট করে কাজ নেয়ার জন্য আপওয়ার্ক, ফ্রিল্যান্সার সাইট প্রসিদ্ধ। ফাইবার ডট কম সাইটে বিট করে কাজ নেয়ার পাশাপাশি আছে ভিন্ন প্রক্রয়িা। যে ধরনের কাজ জানা আছে তার ওপরে সার্ভিস সাবমিট করে রাখার পদ্ধতি এ সাইটকে করেছে জনপ্রিয়, যেখান থেকে বায়ারের পছন্দ হলে করতে পারবে সরাসরি অর্ডার। আবার কিছু সাইট আছে যেখানে আপনার তৈরিকৃত কোন ডিজিটাল প্রডাক্ট রাখবেন আর বিক্রি করবেন। যেমন: বিজনেস কার্ড, টিশার্ট লোগো ইত্যাদি। এ কাজের জন্য অ্যামাজন, টিসপ্রিং থিম ফরেষ্ট ইত্যাদি সাইট জনপ্রিয়।

চলবে ……